♻️অর্গানিক মেহেদি ডিপফ্রিজে রাখতে হবে ।
⭕(ডিপফ্রিজে রেখে ৬-৮ মাস ব্যবহার করা যায়)⭕
♻️মেহেদি হাতে দেওয়ার ১৫/২০ মিনিট আগে ডিপফ্রিজ থেকে বের করবেন আপু।
♻️মেহেদি হাতে দেওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
♻️মেহেদী হাতে দেওয়ার পর কমপক্ষে ৬/৭ ঘণ্টা হাতে রাখার চেষ্টা করবেন আপু।হাতে যত বেশি সময় মেহেদি রাখবেন ততো বেশি গাঢ় রং হবে।
♻️পানি দিয়ে হাত থেকে মেহেদি উঠাবেন না।
♻️মেহেদী উঠানোর পর কমপক্ষে ৫/৬ ঘণ্টা হাতে পানি ও সাবান ব্যবহার করা যাবে না।
♻️মেহেদি হাত থেকে উঠানোর পরে হাতে রং কম থাকবে।পরবর্তী ২৪-৩০ ঘন্টা পরে গাঢ় রং আসবে।
♻️মেহেদির রং কতদিন হাতে থাকবে তা নির্ভর করবে আপনার সাবান ও পানি ব্যবহারের উপর।বেশি সাবান ও পানি ব্যবহার করলে তাড়াতাড়ি রং উঠে যাবে।
⭕মেহেদীর কালার শরীরের তাপমাত্রার উপর এবং চামড়ার ধরনের উপর নির্ভর করে।তাই কারো হাতে কালার অনেক বেশি আসে আবার কারো হাতে একটু কম আসে।
⭕ ভালো ভাবে মেইনটেইন করতে পারলে কালার ১২-১৮ দিন পর্যন্ত থাকে ।